ছাগলমারা খাল দখল মুক্তের মধ্য দিয়ে নোয়াখালী পৌর শহরের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় মাইজদী পৌর বাজারের সামনে ছাগলমারা খাল দখলমুক্ত ও পুনঃখননের কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। খাল দখলমুক্ত ও পুনঃখননের উদ্বোধন করেন মাননীয় জেলা প্রশাসক তন্ময় দাস।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামসুদ্দিন জেহান, নোয়াখালী পৌরসভার সচিব শ্যামল কুমার দত্ত ও পুলিশসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
স্থানীয় সূত্রে জানান, ছাগলমারা খালে এক সময় জোয়ার-ভাটা হতো। ইঞ্জিনচালিত নৌকায় মালামাল আসতো, যাতায়াত করতো সাধারণ মানুষ।
কিন্তু প্রশাসনের উদাসিনতায় দিন দিন বেদখল হতে হতে খালটি ড্রেণে পরিণত হয়েছে। কোথাও কোথাও খালের কোনো চিহ্নও নেই। তবে অনেক দেরিতে হলেও খালটি বেদখল মুক্ত ও পুন:খননের উদ্যোগ নেওয়ায় সাধুবাদ জানিয়েছে নাগরিকরা।
জেলা প্রশাসক বলেন, নোয়াখালী পৌর শহরের জলাবদ্ধতার প্রধান কারণ হচ্ছে ছাগলমারা খাল দখল হওয়া। পৌর নাগরিকদের এ দুঃখ লাগবে জেলা প্রশাসন, পৌরসভা ও বিএডিসির সমন্বিত প্রচেষ্টায় এ খাল দখলমুক্ত ও পুনঃখননের কাজ হাতে নেয়া হয়েছে। খালটি পুনঃখননে কোনো প্রকার আপোষ করা হবে না বলেও তিনি সকলকে সতর্কতার সহিত অবহিত করেন।



0 Comments