কবিরহাট উপজেলায় গত কাল শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় নারকেল পাড়তে বাধা দেয়ায় ইটের টুকরো ছুঁড়ে চাচাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
নিহত আবদুল গনি উপজেলার চাপ্রাশীর হাটের ৬নং ওয়ার্ড উপদ্দি লামসি গ্রামের শফিকুর রহমানের ছেলে।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, আবদুল গনির সঙ্গে দীর্ঘদিন ধরে তার চাচা বাহার মিয়ার উত্তরসূরিদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। ওই জমিতে একটি গাছ থেকে নারকেল পাড়ার সময় বাহার মিয়ার ভাগনে আরিফ ও মারুফকে বাধা দেন আবদুল গনি।
এ সময় তারা আবদুল গনিকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে আহত হয়ে বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
ওসি মোহাম্মদ হাসান আরো জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


0 Comments