নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা যুবলীগের তিন যুবলীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২০জুন) রাত ১০টায় উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেল, পৌরসভা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান মিন্টু ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবলীগের যৌথ সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় এবং প্রতিপক্ষের সাথে গোপন আতাঁতের অভিযোগে বসুরহাট পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আশ্রারাফুল ইসলাম তুষার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে যুবলীগ থেক অব্যাহতি ও বহিষ্কার করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম ছারওয়ার বসুরহাট পৌরসভা যুবলীগের তিন নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে আশ্রারাফুল ইসলাম তুষার বলেন, আমাকে বহিষ্কারের আগেই আমি পৌরসভা যুবলীগের সভাপতি বরাবর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছি।


0 Comments