যে পরিমাণ টাকা কোন কোন মানুষের পুরো একবছরের ইনকাম, সেই টাকায় আবার কেউ কিনে খায় একটি বার্গার। ১০০০ হাজার ডলার, টাকার হিসাবে যার মূল্য প্রায় ৮২ হাজার টাকা।
অবিশ্বাস্য মনে হলেও সত্য যে, জাপানে একটা বিশেষ বার্গারের দাম ৭০ হাজার টাকা এবং এটাই দেশটির অন্যতম দামি বার্গার বলে জানা গেছে। এই বার্গারটি পাওয়া যায় টোকিয়োর গ্র্যান্ড হায়াতের দ্য ওক ডোর স্টেকহাউজে।
এই বার্গারের আবিষ্কর্তা মার্কিন শেফ প্যাটরিক শিমাদার। দাম ১ লাখ ইয়েন বা ১ হাজার ডলার বা বাংলাদেশী টাকায় ৮২ হাজার টাকা।
বার্গার বানের সঙ্গে গোল্ডেন লিফ থাকে এর ভিতরে। রেস্তোরাঁয় ব্যবহার করা হয় ১ কেজি ওয়াগয়ু বিফ প্যাটি। সঙ্গে থাকে বিশেষ জাপানি চিজ ও ফোয়ে পাতা। এটি সার্ভ করা হয় একটি শ্যাম্পেনের বোতলের সঙ্গে।
বার্গারের বেস তৈরি হয় গার্লিক স্যাফরন সস দিয়ে। টপিং থাকে টম্যাটো ও লেটুসের। একটি চপিং বোর্ড যত বড় হয়, বার্গারের সাইজটি সেরকম বড় হয়। সঙ্গে থাকে ট্রাফেলস।


0 Comments