বেগমগঞ্জের হাজপুরে আধিপত্য বিস্তার নিয়ে সুমন ও সম্রাট বাহিনীর সংর্ঘষে একজন নিহত হয়েছে। এলাকাবাসি সূত্রে জানা যায়, সুমন ও সম্রাট বাহিনীর মধ্যে মাদক বেচাকেনা নিয়ে দীর্ঘদিন ধরে তর্ক বির্তক চলে আসছে।
সে সূত্রে মঙ্গলবার (২৫ জুন) বিকালে হাজিপুর ইউনিয়নের কালামিয়ার পুলে সুমন বাহিনীর শাহাদাত হোসেন ভাঙাতে গেলে বাকবিতন্ডা ভেড়ে যায়। একপর্যায়ে উভয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। এতে শাহাদাত হোসেনের বুকে গুলি পড়লে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
শাহাদাত হোসেন (২৮) সে হাজিপুর খালাসি বাড়ি চৌধুরীর মিয়ার ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম শাহাদাত হোসেনের মৃত্যুর খবরর নিশ্চত করে জানান, আমরা বিষয়টি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হতে পারে।


0 Comments