দেশের সর্ববৃহত অনলাইন শপ দারাজ টানা পঞ্চমবারের মতো আয়োজন করেছে দারাজ মোবাইল উইক ২০১৯।
আর এবারের মোবাইল উইক ২০১৯ এ জলের দরে মোবাইল ফোন দিচ্ছে দেশের সবচেয়ে বড় অনলাইন শপ।
মোবাইল উইক ২০১৯ এ দারাজ দিচ্ছে স্যামসাং S8 ফোনে বিশাল ছাড়। ৮৯৯৯০ টাকার স্যামসাং S8 ফোন ৫৬% ছাড়ে পাওয়া যাচ্ছে ৩৬ হাজার ৩০০ টাকায়। এ
ছাড়াও শাওমি ফোনে রয়েছে বিশেষ ছাড়। শাওমি A1 ফোন ২১৯০০ টাকা থেকে ৮ হাজার টাকা কমে মাত্র ১৩৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। রেডমি নোট৬ প্রো ফোনে ৫ হাজার টাকা ছাড়। হ্যালিও এস৬০ ফোনে ৫০% ছাড়ে ১২৯৯৫ টাকায় পাওয়া যাচ্ছে।
এইবারের মোবাইল উইকের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ৮ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার। আরও রয়েছে শেক শেক ভাউচার, প্রি-পেমেন্ট ডিসকাউন্ট অফার ও র্যাফেল ড্র এর মাধ্যমে ৭ দিনে ৭টি স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ।
২৪ থেকে ৩০ জুন পর্যন্ত এই মোবাইল সপ্তাহে থাকছে বিশাল ডিসকাউন্টে অসংখ্য স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ, টিভি, এসি ও ফ্রিজসহ হাজারো পণ্য। এ
ছাড়াও থাকছে ক্রিক ড্যাজ, ডি’রানার ও রোলিং বলের মত মজাদারগেম, যার মাধ্যমে সর্বোচ্চ স্কোর করে গ্রাহকরা জিতে নিতে পারেন আকর্ষণীয় ভাউচারসহ নানা পুরস্কার।
এছাড়া সীমিত স্টক অফার হিসেবে প্রথম ১০ জন ক্রেতা আই লাইফের জেড এয়ারলাইট ল্যাপটপটি কিনতে পারছেন মাত্র ৫ হাজার ৪৯৯ টাকায়। আর এই সবগুলো অফার ২৪ থেকে ২৮ জুন (মোবাইল উইক) পর্যন্ত চলবে।


0 Comments