Breaking News

header ads

আ স ম আবদুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।

আ স ম আবদুর রব
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি বৃহত্তর নোয়াখালীর সন্তান আ স ম আবদুর রব হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ।

আবদুর রবের একান্ত সচিব সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুকে ব্যথা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। রোববার চিকিৎসক তাকে রিং পরিয়েছেন।

সাইফুল ইসলাম জানান, রিং পরানোর পর এখন কিছুটা সুস্থ বোধ করছেন আ স ম আবদুর রব। তিনি বর্তমানে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

জনাব রবকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Post a Comment

0 Comments