১৭ রমজান ঐতিহাসিক ‘বদর দিবস’। ইসলামের ইতিহাসে এর গুরুত্ব অপরিসীম। বদরের যুদ্ধ ছিল আত্মরক্ষার্থে, সত্যের পক্ষে, নিপীড়িতদের পক্ষে, মানবকল্যাণের নিমিত্তে।
এ যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে বিজয়ের সূচনা করেছিল। এ যুদ্ধে সত্য-মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায়।
এ জন্য এই যুদ্ধকে সত্য-মিথ্যার পার্থক্যকারী যুদ্ধ বলা হয়। আল-কুরআনে এই দিনকে ‘ইয়াওমুল ফুরক্বান’ বলা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় লক্ষ্মীপু জেলা শহরের রোজ গার্ডেন পার্টি সেন্টারে ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
সদর উপজেলার পশ্চিম কল্যাণপুর গ্রামের হাজী কাজম উদ্দিন ইসলামিক একাডেমী’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক মো. সেলিম উদ্দিন নিজামী’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক ভিপি ও লক্ষ্মীপুর সদরের কামানখোলা মাদ্রাসার সুপার মাওলানা মন্তাজ উদ্দিন আহমেদ, আলাদাতপুর রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মাহবুবুর রহমান, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুর রহমান জাহাঙ্গীর, ল²ীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসীম উদ্দিন, মাওলানা জুবায়ের হোসেন, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাক্তণ অধ্যক্ষ জেড এম ফারুকী, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ শামছুল আলম, অ্যাডভোকেট শাহাদাত হোসেন, স্যোসাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মো. শহীদ উদ্দিন, লক্ষ্মীপুর আইডিয়াল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির অধ্যক্ষ মুহাম্মদ মমিন উল্যাহ প্রমুখ। আলোচনা শেষে মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। পরে উপস্থিত সকলে সম্মিলিতভাবে ইফতার করেন।


0 Comments