নোয়াখালী বেগমগঞ্জের বিসিক শিল্প নগরীর বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে ২ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান গুলোর মধ্যে ছিল বেকারী, সেমাই, বিস্কুট ও আটা-ময়দার কারখা।
২৩ মে বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন দেবানন্দ সিনহা সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়।
নোয়াখালী ও স্যানেটারী ইন্সপেক্টর, সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন র্যাব ১১, লক্ষ্মীপুর।
গোপন সংবাদের উপর ভিত্তি করে জনস্বার্থে পরিচালিত এ অভিযানকালে দেখা যায়, এসব ব্যবসায় প্রতিষ্ঠানে পণ্যের মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান, ব্যবহার-বিধি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, উৎপােদনের তারিখ, প্যাকেটজাতকরণের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা নেই।
মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক দ্রব্য রং ও এমোনিয়া খাদ্য পণ্যের সাথে মিশ্রণ, স্যাত স্যাতে ও অস্বাস্থ্যকর পরিবেশ, ধুলো-ময়লা, মশা, মাছি, তেলাপোকা, আরশোলা ইত্যাদি থেকে পণ্যকে ঢাকিয়া রাখার কোন ব্যবস্থা না থাকা। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, দীর্ঘদিন থেকে একই তেল বার বার ব্যবহার ও নিয়মিত পরিস্কার না করার কারণে সেই পাত্রে শেউলা জন্মে যাওয়া, কারখানার শ্রমিকদের হাতে ও মাথায় কোন ধরনের গ্লাভস পরিধান না করা, নকল পণ্য উৎপাদন, সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য ও দায়িত্বে অবহেলা যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৩৮, ৪২, ৪৩, ৫২ ও ৫৩ ধারায় অপরাধ।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭, ৩৮, ৪২, ৫২, ৫৩ ধারায় ইউনি ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ কে ১ লক্ষ ২০হাজার, পদ্মা ফুড ইন্ডাস্ট্রিজ কে ৩৫হাজার, ব্রাদার্স অটো ফ্লাওয়ারস মিল কে ৪০ হাজার, গণি ফুড প্রোডাক্ট কে ৪৫ হাজার, মিল্লাত ফুড প্রোডাক্টস কে ৫০ হাজার টাকা জরিমানা দন্ড আরোপ করে ৫ টি প্রতিষ্ঠান সর্বমোট ২ লক্ষ ৯০ হাজার টাকা আদায় করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। জরিমানা থেকে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা করার জন্য এক্সিকিউটিভ কোর্ট পেশকার শাহাদৎ হোসেন শুভকে নির্দেশ দেওয়া হয়েছে।
নিত্য প্রয়োজনীয় নিম্নমানের ভোগ্য পণ্য ও অন্যান্য পণ্য সম্পর্কে যে কোন অভিযোগ তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন নোয়াখালী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়, নোয়াখালীকে জানানোর জন্য অনুরোধ করা হল।




0 Comments