ইউপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর কবিরহাট উপজেলায়।
বৃহস্পতিবার (২৩মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা হয়।
এমসি এইচ সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদফতরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, কবিরহাট, নোয়াখালীর এ কর্মশালার ব্যবস্থাপনা করেন।
ইউএনও শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালীর ডিসি (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রউফ মণ্ডল।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদিজাতুল কোবরা ও ডা. গোলাম হায়দারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা নোয়াখালীর উপ-পরিচালক একে এম জহিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদফতর ঢাকার উপ-পরিচালক ডা. ফাহমিদা সুলতানা, কবিরহাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি, সেভ দ্যা চিলড্রেন নোয়াখালী শাখার পরিচালক মো. ছালাউদ্দীন প্রমূখ।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান একেএম সিরাজ উল্যা, চাপ্রাশিরহাট ইউপির মহিউদ্দিন টিটু, ধানশালিক ইউপির ইয়াকুব নবী, বাটইয়া ইউপির মিজানুর রহমান, সাংবাদিক সেলিম, রেজাউল করিম ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পরিষদের সাধারণ সম্পাদক ডা. শফিকুল ইসলাম স্বপনসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, সব ইউপি সদস্যরা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ও কর্মচারীরা।


0 Comments