নোয়াখালী সদরের পূর্ব এওজবালিয়া গ্রামে ২০১৮ সালে এক কিশোরের মৃত্যুর গুজবে বেদেপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফের পক্ষ থেকে আজ (৩১মে) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালে বেদেপল্লির সর্দার পাড়ায় পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঈদকে সামনে রেখে এ চাল, ডাল, তেল, লবন, খেজুর, সেমাই, গুড়ো দুধ ও চিড়া তুলে দেন।
এ বিষয়ে পুলিশ সুপার জানান, বেদেপল্লিতে হামলার ঘটনায় জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বেদেদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেদে সমাজের নেতা রমজান আলী, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সুধারাম মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন ও এওজবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর জাহের।




0 Comments