Breaking News

header ads

নোয়াখালীর বেদেপল্লিতে পুলিশের খাদ্য সামগ্রী বিতরণ

নোয়াখালী  সদরের পূর্ব এওজবালিয়া গ্রামে ২০১৮ সালে এক কিশোরের মৃত্যুর গুজবে বেদেপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ও জেলা পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফের পক্ষ থেকে আজ (৩১মে) এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সকালে বেদেপল্লির সর্দার পাড়ায় পুলিশ সুপার মো: ইলিয়াছ শরীফ ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঈদকে সামনে রেখে এ চাল, ডাল, তেল, লবন, খেজুর, সেমাই, গুড়ো দুধ ও চিড়া তুলে দেন।

এ বিষয়ে  পুলিশ সুপার জানান, বেদেপল্লিতে হামলার ঘটনায় জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। বেদেদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি  জানান।

এ সময় উপস্থিত ছিলেন বেদে সমাজের নেতা রমজান আলী, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সুধারাম মডেল থানার ওসি মো: আনোয়ার হোসেন ও এওজবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর জাহের।

Post a Comment

0 Comments