গত বুধবার রাত ২ টায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় ৩ সন্তানের জননী এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায় উপজেলার চানন্দী ইউনিয়নের চর আমানত পুর গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে আসে পার্শ্ববর্তী গ্রামের আশিক উল্লার স্ত্রী(২৩) ।
নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম জানান, রাত ২টায় একই গ্রামের সাব উদ্দিন, জামাল মাঝি ও আলমগীর তার বাবার বসত ঘরে কোন পুরুষ মানুষ না থাকার সুযোগে প্রবেশ করে। তাকে মারধর করে এবং জোর পুর্বক পালাক্রমে গণধর্ষণ করে চলে যায় সন্ত্রাসীরা।
মোরশেদ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক নাঈমা জানান, গৃহবধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে মেডিকেল রির্পোট বেরহলে তা অতি শীঘ্রই প্রেরণ করা হবে।


0 Comments