Breaking News

header ads

মাইজদীতে গ্রান্ড হোটেল সহ ৩ হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা

আজ ৩০ মে সকাল ১১ টা ৩০ মিনিটে মাহে রমজান উপলক্ষে নোয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদি কোর্ট সংলগ্ন রেস্টুরেন্ট গুলো তে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা কালে পণ্যের মোড়কের গায়ে মূল্য, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, মহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ লবণ ব্যবহার, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, খাবারে নিষিদ্ধ রং ব্যবহার এসব অপরাধ এর কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫২ ধারায় সদর উপজেলার গ্রান্ড হোটেলকে ২০০০০ টাকা, আয়োজন হোটেলকে ২০০০০ টাকা এবং ফরিদ হোটেল ও রেস্টুরেন্ট কে ২০০০০ টাকা সহ মোট ৬০০০০ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন জানান, জনস্বার্থে তাদের এ অভিযান রমজানের পরেও অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা কালে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক জনাব দেবানন্দ সিনহা ও সুধারাম মডেল থানা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments