ইউনুছ শিকদারঃ সুবর্ণচরে একটি মাছের প্রজেক্টের পুকুর থেকে এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু একই এলাকার রাজুর মেয়ে শাবনুর (৭)।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের নুরনবীর মাছের প্রজেক্ট থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, সকাল দশটা থেকে ওই শিশু নিখোঁজ ছিল।
নিহতের পরিবার বলছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই শিশু মাছের প্রজেক্টের পুকুরে পড়ে যায়। পরে দুপুর ১টার দিকে ওই শিশু পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরক্লার্ক ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চর জব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, এ বিষয়ে তাকে কেউ অবহিত করেনি।


0 Comments