Breaking News

header ads

হাতিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


ইউনুছ শিকদারঃ নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ সাগর (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাতিয়া কোষ্টগার্ড।

শনিবার (১ নভেম্বর ) ভোরে উপজেলা জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত সাগর উপজেলার ১নং হরনী ইউনিয়নের মজলিসপুর গ্রামের মো. হানিফের ছেলে।

কোষ্টগার্ড সূত্র জানায়, মাদক ব্যবসায়ী সাগর দীর্ঘদিন থেকে হাতিয়ার বিভিন্ন জায়গায় অবস্থান করে ইয়াবার ব্যবসা করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে রাতে অভিযান চালায় হাতিয়া কোষ্টগার্ডের একটি টিম। পরে জাহাজমারা ইউনিয়নের কাটাখাল এলাকা থেকে সাগরকে আটক করে তার শরীরে তল্লাশি করে ১৮০পিস ইয়াবা পাওয়া যায়।

হাতিয়া কোষ্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, আইন অনুযায়ী সাগরকে জব্দ করা ইয়াবাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে কোষ্টগার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করবে।

Post a Comment

0 Comments