Breaking News

header ads

লক্ষ্মীপুরে পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের রাস্তাটি বিলুপ্তির পথে


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩ নং দিঘলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি বিলুপ্তির পথে দেখা যেন কেউ নাই। 

স্থানীয় সূত্র জানাযায় বিদ্যালয়টি সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। কিন্তু দুঃখের বিষয় বিদ্যালয়ের রাস্তাটি পূর্ব পাশে খাল, পশ্চিম পাশে দিঘি থাকায় বর্ষার সময় রাস্তার সম্পূর্ণ ভেঙে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।

পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে অনেক বার বলার পরেও তার কর্নপাত করেনি। তড়িঘড়ি করে এ রাস্তাটি না ধরলে হয়তোবা এই বিদ্যালয়ের আশা ছেড়েই দিতে হবে। কারণ যে হারে রাস্তা ভেঙ্গে প্রায় বিলুপ্তির পথে এভাবে ভাঙতে ভাঙতে বর্তমানে যে শুরু রাস্তাটা আছে সেটাও থাকবে না।

প্রতিষ্ঠান প্রধান শিক্ষিকা কামরুন নাহার মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের বলেন, পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একমাত্র রাস্তাটি হল এটি, যা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি অতি দ্রুত দুই পাশের ঘাটোয়াল দিয়ে রাস্তাটি নির্মাণ না করলে একসময় দেখা যাবে বিদ্যালয় কোন ছাত্র-ছাত্রী পড়ালেখা করতে আসবে না। এর আগে অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়ে গিয়ে আহত হয়েছেন। বিদ্যালয়ের রাস্তাটির বেহাল দশার কারণে ছাত্র ছাত্রীরা অন্যান্য বিদ্যালয় চলে গেছে। বর্তমানে মাত্র ১৩০ জন ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠান পড়ালেখা করেন।

প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য ইমরান হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, একপাশে খাল থাকা অন্য পাশে দিঘি থাকায় মাঝখানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা সকলেই রাস্তাটি নিয়ে খুব চিন্তায় আছি। অত্র বিদ্যালয়ের একমাত্র রাস্তা এটি, বিকল্প কোন রাস্তা নাই যে বিদ্যালয়টিতে যাওয়ার। এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন থেকে আমরা সমস্যায় ভুগতেছি। ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন বলেন।

পরিশেষে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যরা গণমাধ্যমের মধ্য দিয়েই প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Post a Comment

0 Comments