Breaking News

header ads

হাতিয়ায় মেরামত করা অবস্থায় জাহাজডুবি, ২ ক্রু নিখোঁজ

ইউনুছ শিকদারঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে লাভনী-৩ নামে একটি মেরামত জাহাজডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজটিতে থাকা ৪ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো ২ জন ক্রু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হাতিয়ার কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার বিশ্বজিৎ বড়ুয়া, এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার দিবাগত রাতে হাতিয়া উপজেলার বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে মেরামত জাহাজ ডুবির ঘটনা ঘটে।

তিনি আরো জানান, চট্টগ্রাম বন্দর একটি লাইটার জাহাজকে মেরামত করতে যাওয়ার পথে বাংলাবাজার সংলগ্ন মধ্যবর্তী মেঘনা নদীতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ৬ জন ক্রুর মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার হলেও ২ ক্রু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

Post a Comment

0 Comments