Breaking News

header ads

কোম্পানীগঞ্জে কাজে ফিরলেন করোনা জয়ী ওসি আরিফুর রহমান

ইউনুছ শিকদারঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান করোনা মুক্ত হয়ে ১ মাস পর কাজে যোগ দিয়েছেন। এর আগে, তিনি দায়িত্ব পালন করতে গিয়ে করেনায় আক্রান্ত হয়ে ১ মাস হোম আইসোলেশনে ছিলেন।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে করোনা মুক্ত হয়ে ফের কাজে যোগ দিলে থানায় কর্মরত পুলিশ সদস্য, ব্যবসায়ী, সাংবাদিক নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ থানার দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক (তদন্ত) ফজলুল কাদের, কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজাম, প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রনি, সাংবাদিক ইউনিয়ন সভাপতি এইচ এম মান্নান মুন্না প্রমূখ।

উল্লেখ্য, কাজে যোগ দেয়ার আগে বুধবার সকালে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে করোনা জয়ী (ওসি) মো. আরিফ রহমানকে সংবর্ধনা দেওয়া হয়ে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

Post a Comment

0 Comments