Breaking News

header ads

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাঁই

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ দোকানঘর পুড়ে গেছে। সোমবার (১৭ আগস্ট) ভোররাত ৩টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, রাত ৩টার দিকে আলী হোসেনের পোল্ট্রি দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তে আগুন পাশ্ববর্তী দোকানঘরে ছড়িয়ে পড়ে।  এতে আব্দুর লতিফের লতিফ ফিস ফিড, মোবারক হোসেনের মুদি দোকান, সিরাজ মিয়ার দোকানঘর, ভাই ভাই মেডিকেল হল ও মকুল ফার্মেসী সম্পুর্ন পুড়ে যায়। ৯৯৯ থেকে জানতে পেরে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়াসি আজাদ বলেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসার কারণে অন্যান্য ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।  শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

Post a Comment

0 Comments