Breaking News

header ads

লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনায় আক্রান্ত হয়ে জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল মারা গেছেন(ইন্নানিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। 

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

উল্লেখ্য: গত ১৪ আগস্ট নুরুল ইসলাম বাবুল এর করোনা রিপোর্ট পজেটিভ আসে।  রোববার অবস্থার অবনতি দেখা দিলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ১৪ জুলাই রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান কামাল ও ২১ জুন রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউপি চেয়ারম্যান শহীদ উল্যা মারা যান।  এই পর্যন্ত লক্ষ্মীপুরে তিন চেয়ারম্যান করোনা আক্রমণ হয়ে মারা যান।

Post a Comment

0 Comments