Breaking News

header ads

লক্ষ্মীপুরে গ্রেনেড হামলার চূড়ান্ত বিচার দাবীতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ২১ আগষ্ট ভয়াবহ গ্রেনেড হামলার চূড়ান্ত বিচার ও ঘটনার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকরের দাবীতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকালে আমরা ক’জন মৃুজিব সেনা’ নামীয় সংগঠনের ব্যানারে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব হালান, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী, শাহাদাত হোসেন খোকন, দপ্তর সম্পাদক রিয়াজ পাটোয়ারী. শাকিল কাজী, ছাত্রলীগ নেতা শান্ত পাটোয়ারী প্রমুখ।

বক্তারা ২১ আগষ্টের সেই ভয়াল বিভীষিকাময় পরিস্থিতির কথা তুলে ধরে বলেন, গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে রায় কার্যকর করতে হবে।

Post a Comment

0 Comments