Breaking News

header ads

সাবেক রাষ্ট্রপতি'র ৩৯ তম শাহাদাত বার্ষিক উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ

লক্ষ্মীপুর ছাত্রদল।
লক্ষ্মীপুর প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (২ জুন) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজের অভ্যন্তরীণ সড়কের পাশে গাছের চারা রোপণ করা হয়। 

বৃক্ষরোপণের সময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি ও সাংগঠনিক সম্পাদক শাওন হোসেন প্রমুখ। 

লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল খালেদ বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরপ্রেক্ষিতে কলেজের ছাত্র প্রতিনিধি হিসেবে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেছি।

Post a Comment

0 Comments