Breaking News

header ads

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
ইউনুছ শিকদার: নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের বয়ারচর চেয়ারম্যান ঘাটের নিকটে মেঘনা নদী থেকে আজ মঙ্গলবার সকালে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে হাতিয়া থানার পুলিশ।

মঙ্গলবার(০২-০৬-২০২০ইং)সকাল ১০টার দিকে চেয়ারম্যান ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী মাইনুদ্দিন,কামাল,রিপনসহ স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনা নদী দিয়ে লাশটি ভেসে যাচ্ছে এমন সময় স্থানীয় জেলেদের চোখে পড়লে তারা আমাদেরকে জানাই পরে স্থানীয় লোকজন এবং জেলেরাসহ পুলিশকে খবর দিলে।ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে লাশটি উদ্ধার করে।

লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান,এলাকাবাসী সন্দেহ করছে লোকটি প্রতিবন্ধী হতে পারে তবে হাতিয়া থানার অফিসিয়াল ফেইজে লাশের ছবি দিয়ে এর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।এছাড়া লাশটি বর্তমানে মর্গে পাঠানো হয়েছে এর রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments