স্বাস্থ্য বিভাগকে আজগুবি নয়, মহা আজগুবি বিভাগ বললেন একরামুল করিম চৌধুরী এমপি। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ করেন যাতে এই বিভাগকে সিন্ডিকেট মুক্ত করায়। তিনি বলেন, মাননীয়প্রধান মন্ত্রী আপনি যেভাবে কেসিনোকে একরাতের মধ্যে ধ্বংস করে দিয়েছেন, তেমনি স্বাস্থ বিভাগকে সিন্ডিকেট মুক্ত করুন।

0 Comments