Breaking News

header ads

হাতিয়াযর চেয়ারম্যানঘাটে অগ্নিকাণ্ডে দু’জনের মৃত্যু, ১৫ দোকান পুড়ে ছাই

ইউনুছ শিকদারঃ নোয়াখালী জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচরের চেয়ারম্যানঘাট এলাকায় আগুন লেগে দু’জন মারা গেছেন। এ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

মৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মহিবুল ইসলাম নিপু (৩৭) ও হাতিয়া উপজেলার দরবেশ বাজার এলাকার সুগন্ধর মিয়ার ছেলে রহমত (৩৬)। এ সময় অগ্নিদগ্ধ হন খালেদ (৭০) নামে আরেকজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছ।

সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তেল, মুদি, মোবাইল, ওষুধ, স্পিড বোটের যন্ত্রাংশসহ বিভিন্ন পণ্যের দোকান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জেলা ফায়ার সার্ভিস স্টেশন ও সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিপুর তেলের দোকানের পেছনে রান্না করার সময় দোকানের ড্রামের তেল ছিঁটকে চুলায় পড়লে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে জেলা ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে রান্নাঘরে আটকা পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান নিপু ও রহমত। এ সময় দগ্ধ হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসেন আব্দুল খালেদ।

Post a Comment

0 Comments