ফয়সাল কবির, লক্ষ্মীপুরঃ করোনাভাইরাসের সংক্রামন প্রতিরোধে লক্ষ্মীপুর জেলার কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। ঘরে থাকা কর্মহীন মানুষদের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ঈদ উপহার বিতরণ করেন অর্পণ বাংলাদেশ।
আজ ১৬ মে শনিবার অর্পণ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভানেত্রী বীথিকা বিনতে হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে লক্ষ্মীপুরের সদর উপজেলা ও রায়পুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিন শতাধিক পরিবারের মাঝে রমজানের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন অর্পণ বাংলাদেশের সদস্য, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্মসম্পাদক রানা চৌধুরী, অর্পণ বাংলাদেশের সদস্য রমিজ উল রুসেল, লক্ষ্মীপুর রাইডারস এর এডমিন মেহেদী হাসান, লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ফজলে রাব্বি সহ অর্পণ লক্ষ্মীপুর জেলার সদস্যবৃন্দ।
অর্পণ বাংলাদেশের সভানেত্রী বীথিকা বিনতে হোসাইনের মুঠোফোনে যোগাযোগ করা হলে উনি বলেন, লক্ষ্মীপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, যেকোনো সংকটকালীন মূহুর্তে অর্পণ বাংলাদেশ লক্ষ্মীপুরের মানুষের পাশে ছিলো। একজন স্বেচ্ছাসেবী হিসেবে সবসময় লক্ষ্মীপুরের মানুষের পাশে থাকবো।
ভালো থাকুন, নিরাপদে থাকুন লক্ষ্মীপুরের মানুষ গুলো।


0 Comments