ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজপুর ২নং ওয়ার্ডের এক গৃহবধূর উপর হামলা ঘটনা ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ দায়েরের এক ঘন্টার মধ্যে বখাটে সাইফুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সে ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।
জানা গেছে, কোম্পানীগঞ্জের সিরাজপুর ২ নং ওয়ার্ডের রওশন আলী মিয়াজি বাড়ির প্রবাসী নিজাম উদ্দীনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস আরার পরিবারের সঙ্গে আসামী সাইফুলদের দীর্ঘদিন সম্পত্তির বিরোধ চলে আসছে। এছাড়া বখাটে সাইফুল বিভিন্ন সময় জান্নাতুলকে খারাপ ইঙ্গিত,কুপ্রভাব ও যৌন উত্যাক্ত করে আসছিলো।
পারিবারিক সূত্রের দাবি, রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯ টায় জান্নাতুলের বসত ঘরের বেড়া ভিজিয়ে দেয়াকে কেন্দ্র করে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বিবাদী সাইফুল ইসলাম জান্নাতুল ফেরদাউস আরাকে কিল ঘুশি থাপ্পর মারতে থাকলে প্রতিবেশিরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহতের চিকিৎসা শেষে এই ব্যাপারে থানায় মামলা দায়ের করলে ওসি আরিফুর রহমানের নির্দেশে বিবাদীকে তাৎক্ষনিক গ্রেফতার করেন কোম্পানীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) জামাল।


0 Comments