লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মহামারী করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি ও রোগিবহনকারী এম্বুলেন্স চালকদের মাঝে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।গত২৬ এপ্রিল রবিবার বিকালে লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের ব্যক্তিগত উদ্যোগে ১০জন এম্বুলেন্স চালককে এ সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও নন্দন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের জন্য ৫টি পিপিই প্রদান করে তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন লিকা, সদস্য আলমগীর হোসেন,মামুন বিন জাকারিয়া, মঞ্জুর হোসেন সুমন, মোশাররফ হোসেন বাঘা, সাখাওয়াত হোসেন আরিফ প্রমুখ।
মোহাম্মদ শাহজাহান বলেন, আমার ব্যাক্তিগত অর্থায়নে ও লক্ষ্মীপুর রোটারী ক্লাবের সহযোগীতায় লক্ষ্মীপুরের বিভিন্ন এ্যাম্বুলেন্স চালকদের পিপিই, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করি।
এসময় নন্দন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবীদের সংগঠনের সদস্যদের জন্য ৫টি পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী প্রদান করি।


0 Comments