Breaking News

header ads

রামগতিতে গৃহবধূর মরদেহ উদ্ধার।

ইউনুছ শিকদার: রামগতিতে আলেয়া বেগম (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার চরসেকান্তর এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলেয়া উপজেলার চর আফজল এলাকার খবির হোসেনের স্ত্রী। তাদের ঘরে দু’টি সন্তানও রয়েছে।

পুলিশ জানান, আলেয়ার সঙ্গে স্বামী খবিরের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। এ নিয়ে দুই মাস আগে স্বামীর বাড়ি থেকে সে চর সেকান্তর এলাকার বাবার বাড়িতে চলে আসে। শনিবার দুপুরে আলেয়া ঘর থেকে বের হয়ে আর ফিরে না যাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তারা বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ওড়না পেঁছানো অবস্থায় আলেয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Post a Comment

0 Comments