রিতান মাহমুদ জাফরঃ করোনায় ঘরবন্দী মানুষ, লম্বা ছুটি আর দেশের সার্বিক পরিস্থিতিতে ঢাকা ছেড়েছে মানুষ। প্রাণের ভয়ে শ্রমিকরাও গৃহবন্দী। শ্রমিক সংকটে পাকা ধান কাটতে না পারা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন সারা দেশের কৃষকরা। তবে এর মাঝে সব চেয়ে বেশ বিপকে রয়েছে নোয়াখালী জেলায় কোম্পানিগঞ্জ উপজেলার কৃষকেরা। দেশের এই বিপর্যয়ে এই এলাকার কৃষকেরা আছে শ্রমিক সংকটে। সেই সংকটে এলাকার কৃষদের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইস্কান্দার মির্জা শামিমের নের্তৃত্বে কোম্পানিগঞ্জ উপজেলা ০৮ নং চরএলাহী ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ।
গত ক'দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছিলো কোম্পানিগঞ্জ উপজেলার কৃষকরা। ঠিক সেই সময়ে কৃষকদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সবচেয়ে প্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামিলীগ যুবলীগ ।
উপজেলার শ্রমিক সঙ্কটে থাকা এলাকাগুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছে কোম্পানিগঞ্জ উপজেলা ০৮ নং চরএলাহী ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ছাত্রলীগে নেতাকর্মীরা। শুধু ধান কাটাই নয়, ধান মাড়ানো থেকে শুরু করে কৃষকদের ঘরে পর্যন্ত ধান পৌঁছে দেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টা থেকে কোম্পানিগঞ্জ উপজেলার ০৮ নং চরএলাহী ইউনিয়ন ০৩ নং ওয়ার্ড়ের দরিদ্র কৃষকের জমির পাকা ধান সেচ্ছাশ্রমে কেটে ঘরে তোলার মধ্যে দিয়ে অনানুষ্ঠানিক ধান কাটার কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইস্কান্দার মির্জা শামিম সহ ০৮ নং চরএলাহী ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবিন্ধু।
এ সময় কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইস্কান্দার মির্জা শামিমের নেতৃত্বে ০৮ নং চরএলাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মেম্বার, যুবলীগ নেতা মালেক, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আল-মামুন, সবুজ আলী, রোহান, শাহাদাৎ লিটন সহ অর্ধ শতাধিক ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা অংশগ্রহণ করে।
অংশগ্রহণকারী কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ইস্কান্দার মির্জা শামিম বলেন ‘সারাদেশ করোনাভাইরাসের সংক্রমণে বিপদগ্রস্ত। এই সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। এতে শ্রমিক সংকটে কৃষকরা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। তিনি সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিতে। প্রধানমন্ত্রীর এ আহ্বানে সাড়া দিয়ে আমরা আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃত্বে ধান কাটায় এগিয়ে এসেছি। যে কৃষক আমাদের ধান কেটে দিতে বলবে আমরা তার জমিতে গিয়ে ধান কেটে দিয়ে আসবো।’
কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আল- মামুব জানান, দেশের যেকোন দুর্যোগ এবং ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। এবারও করোনা মোকাবিলায় অসহায় কর্মহীনদের এবং বোরো মৌসুমে কৃষকদের পাশে থেকে আমরা কাজ করে যাচ্ছি। আজ প্রথম বারের মত বৃহস্পতিবার প্রাথমিকভাবে ০৮ নং চরএলাহী ইউনিয়ন আওয়ামিলীগ যুবলীগ ও ছাত্রলীগকে নিয়ে কৃষকের ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়েছে স্থানীয় যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ ব্যাপারে ০৮ নং চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সবুজ আলী বলেন, দেশে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় অসহায় কৃষকরা লোকবল না থাকায় বিপাকে পড়েছিলো। কিভাবে ধান কাটবে, বাড়ি নিবে, মাড়াই করবে কোথা হতে অর্থ সহায়তা পাবে তা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলো। এমনই এক ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ নির্দেশনায় ০৮ নং চরএলাহী ইউনিয়ন ছাত্রলীগ অসহায় হয়ে পড়া কৃষকদের পাশে দাঁড়ানোয় গ্রামের কৃষকরা একটু হলেও আশার আলো দেখতে পাচ্ছেন।






0 Comments