Breaking News

header ads

নোয়াখালীতে জাতীয় বীমা দিবস পালিত।


ইউনুছ শিকদার: “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় নোয়াখালীতেও যথাযথ মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পহেলা মার্চ প্রথম জাতীয় বীমা-২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক জনাব তন্ময় দাস বেলুন উড়িয়ে বীমা দিবসের উদ্বোধন করেন এবং তাঁর নেতৃত্বে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের সহস্রাধিক বীমা কর্মকর্তা ও কর্মীদের অংশগহণে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।


শোভাযাত্রাটি শহরের প্রধন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোয়াখালী জনাব ইসরাত আরা সাদমীন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক নোয়াখালী জনাব তন্ময় দাস মুজিব বর্ষে বীমা শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি এই সময় দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে সকল বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে এবং সচ্চতার ভিত্তিতে কাজ আহব্বান জানান। পরে প্রধান অতিথি মুজিব বর্ষে বীমা শিল্পের গুরুত্ব নিয়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। 


এ দিকে নোয়াখালীর সকল উপজেলা পর্যায়েও উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সকালে উপজেলা পর্যায়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Post a Comment

0 Comments