ইউনুছ শিকদার: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওয়াজ মাহফিল শেষে বক্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বক্তার নাম মোস্তফা মাহবুবুল আলম।
শনিবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চর পার্বতী হাফিজিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে বক্তার ওয়াজ শেষে হামলার এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইসমাইল হোসেন রুবেল জানান, ওয়াজ মাহফিলে বক্তব্য শেষে পাশ্ববর্তী একটি ঘরে খাওয়ার জন্য যাওয়ার পথে ৩-৪ জন যুবক ওই বক্তার ওপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তারা এ হামলার কোন কারণ জানাতে পারেনি।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, এ ঘটনা আমি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোন অভিযোগ করেননি।


0 Comments