গাংচিল অনলাইন.কম: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে রফিকুল ইসলাম সুমন (২০) নামে এক তরুণকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাষিরহাট ইউনিয়নের কাবিলপুর উত্তর পাড়া এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ওই তরুণকে ঢাকা নেওয়ার পথে আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত সুমন(২২) একই ইউনিয়নের দক্ষিণ পোরকরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পরশু রাতে সুমন তার অটোরিকশা নিয়ে কাবিলপুর উত্তর পাড়া দিয়ে যাচ্ছিল। দ্রুত গতির তার ওই অটোরিকশা পথিমধ্যে একজনকে ধাক্কা দেয়। পরে সে ওই স্থান দিয়ে পুনরায় যাওয়ার সময় স্থানীয় লোকজন তার অটোরিকশা আটক করে তাকে মারধর করে বেঁধে রাখে।
পরে তার এলাকার লোকজন ও অন্য চালকরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এরই জের ধরে গতকাল রোববার সুমন আরো কয়েকজনকে সাথে নিয়ে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে পুনরায় কাবিলপুর উত্তর পাড়া যায়। এ সময় একটি দোকানে ঢুকে কয়েকজনকে মারধরও করে সুমন ও তার লোকজন।
পরে স্থানীয়রা মাইকে ডাকাত বলে চিৎকার দিলে আশপাশ থেকে লোকজন আসলে তার সাথের লোকজন পালিয়ে যেতে সক্ষম হলেও সুমন পালাতে পারেনি। এক পর্যায়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে সোনাইমুড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথম সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার সকাল ছয়টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ওসি আব্দুস সামাদ বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, মামলার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


0 Comments