Breaking News

header ads

লক্ষ্মীপুরে গাদাগাদির মধ্যে দিয়ে হত দরিদ্রের খাদ্য সামগ্রী বিতরণ


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে গাদাগাদি ও ধাক্কাধাক্কি মধ্যে হত দরিদ্রের চাল-ডাল-তেলসহ এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করা হয়। 

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ এলাকায় তাঁর বাসভবন লুবনা কটেজ প্রাঙ্গণে এ খাদ্যসামগ্রী বিতরন করেন তিনি।  কিন্তু এসময় বাসার বাহিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়।  সামাজিক দূরত্ব তো দূরে থাক, গাদাগাদি ও ধাক্কাধাক্কি অবস্থা।

দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবীরা জানান, ভিতরে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য বৃত্ত আঁকা হয়েছে।  সেখানে সামাজিক দুরত্ব বজায় রেখেই খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে।  কিন্তু বাহিরের এদেরকে কোন ভাবেই সামলাতে পারছি না। এরা কোন কথাই শুনছে না। বরং তারা আরো বিশৃংখলা করছে।

অবস্থার অবনতি দেখে খাদ্যসামগ্রী দেওয়া বন্ধ করে দিয়েছে বিতরনকারীরা।  জানা যায় আগামীকাল বাকিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুর নবী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল মোল্লা, আওয়ামীলীগ নেতা বেলাল হোসেন ক্বারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহবুব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম পারভেজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, সাবেক কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি প্রমুখ।

চাল নিতে আসা মানুষগুলোর উদ্দেশ্যে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী বলেন, প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না।  আপনারা সুস্থ ও সচেতন থাকুন।  সরকারি নির্দেশনা মেনে সবাই নিজ নিজ অবস্থানে থাকবেন।

কিন্তু এ সময় অনেককে ঘন্টার পর ঘন্টা সমাগম করে দাড়িয়ে থেকেও ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।

Post a Comment

0 Comments