ফয়সাল কবির :
নোয়াখালী চাটখিল পুরুষোত্তমপুর ইসলামীয়া দাখিল মাদ্রসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৩০ জানুয়ারি সকালে মাদ্রসার হল রুমে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়াছে ।
সহকারী শিক্ষক মাহমুদল হাসান সবুজের সঞ্চালনা পুরুষোওমপুর ইসলামীয়া দাখিল মাদ্রসার সুপারের বেল্লাল হোসেনর সভাপতিত্বে, প্রধান মহেমান হিসেবে উপস্থিত ছিলেন বশিকপুর ডি,এস,ইউ কামিল মাদ্রসার অধ্যক্ষ জাহিদ হোসেন, লক্ষ্মীপুর জেলা ইতালি সমিতির সাধারন সম্পাদক ফয়সাল সুমন মোল্ল, সহ অভিভবক ও শিক্ষার্থীরা।


0 Comments