লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে শিক্ষকদের সঙ্গে শিক্ষা সফরে গিয়ে ফৌজিয়া আফরিন সামিউন (৮) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে এ ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া শহরের বেসরকারি স্কুল ইলেভেন কেয়ার একাডেমির ২য় শ্রেণির ছাত্রী ও পৌরসভার সমসেরাবাদ গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর থেকে ইলেভেন কেয়ার একাডেমির বার্ষিক শিক্ষা সফরে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে ওই শিক্ষার্থী কুমিল্লার ম্যাজিক প্যারাডাইস পার্কে যায়। বিকেলে পার্কের একটি পুলে পানি নিয়ে খেলা করে। এসময় তার খিচুনী উঠে বমি করলে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষনা করে।
ওই ছাত্রীর বাবা গিয়াস উদ্দিন অভিযোগ করেন, ‘শিক্ষকদের অবহেলার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে। মেয়েকে একা ছাড়তে অনিচ্ছা থাকা সত্তে¡ও শিক্ষকরা দায়িত্ব নেওয়ায় আমি তাকে শিক্ষা সফরে যেতে দিয়েছি। এখন আমার মেয়ে নেই।’ এ ঘটনায় মামলা করবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ইলেভেন কেয়ার একাডেমির অধ্যক্ষ রিয়াজুল ইসলাম জানান, বনভোজনে শিশুদের প্রতি দায়িত্বে কোনো অবহেলা ছিল না। ঠান্ডাজনিত কারণে ওই শিশু খিচুনী উঠে বমি করলে প্রথমে তাকে কুমিল্লা সেন্টার মেডিকেলে ও পরে ঝাউতলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষনা করে। সামিউনকে হারিয়ে তারাও মর্মাহত।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রেমানন্দ জানান, শিশু মৃত্যুর খবর শুনে ওই ছাত্রীর স্কুলে গিয়েছেন তিনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0 Comments