Breaking News

header ads

লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতি পরিচালনা বোর্ডের সদস্য সাধারণ সভা

ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি : 
“মুজিববর্ষ, পল্লীবিদ্যুতের সেবা বর্ষ” এ প্রতিপাদ্যে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুত সমিতি পরিচালনা বোর্ডের ২৯ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ে সভার আয়োজন করা হয়। 

এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লীবিদ্যুৎ সমিতির উপ-পরিচালক শফিকুল ইসলাম, নোয়াখালী জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবীর।

সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সহ-সভাপতি তুহিনা আক্তার, সচিব মোহাম্মদ মঈনুল হোসেন, রামগতি জোনাল অফিসের ডেপুটি জেনারেল আবু বকর, রায়পুর শেখ মনোয়ার মেরাশেদ, রামগঞ্জ মোঃ নুর আলম ভূঁইয়া, সহ-জেনারেল কামাল হোসেন, মোঃ মহি উদ্দিন, ইঞ্জিনিয়ার মোঃ আশিকুল ইসলাম, মুহাম্মদ সৌরাদ উদ্দিন সাদি, মোঃ এমায়েত হোসেন, মোঃ আমিনুল ইসলাম, এস এম জি এলমান শাহ, এ এস এম রুহুল আমিন প্রমুখ।

পরে বিদ্যুৎ সেবায় নিয়োজিত কয়েকটি স্টলে বিভিন্ন যন্ত্রাংশ প্রদর্শন করা হয়। সভা শেষে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ কারীদের মধ্য থেকে শ্রেষ্ঠদের পুরষ্কার প্রদান করা হয়। 

Post a Comment

0 Comments