ফয়সাল কবির, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা রাহমানিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে তোরণ তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার বিকালে মাদরাসা প্রাঙ্গনে এ তোরণের ভিত্তি প্রস্তর করা হয়েছে। ভিত্তি প্রস্তর স্থাপন করেন, মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি এফজালুল করিম চৌধুরী।
খিলবাইছা রাহমানিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের ব্যবস্থাপনায় তোরণটি তৈরি করে দিচ্ছেন খিলবাইছা জিএফইউ স্কুলের প্রাক্তন শিক্ষক মোখলেসুর রহমান বি.এসসি।
এসময় উপস্থিত ছিলেন, এনএসআই সাবেক অতিরিক্ত পরিচালক এম সামছুল আমিন, খিলবাইছা রাহমানিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা এ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক মাসুদুল হক, সাধারন সম্পাদক গোলাম সারওয়ার লিটন, ট্রেজারার মাকছুদুর রহমান, সমাজসেবক নাজমুল করিম টিপু সহ মাদরসার শিক্ষকবৃন্দ।

0 Comments