ফয়সাল কবির লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান-বিশিষ্ট আইনজীবী রহমত উল্যাহ বিপ্লব।
নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব কে নিয়ে মাদ্রাসার শিক্ষর্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে। অনেকে মনে করছেন অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব তার যোগ্য নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানটির উন্নয়নে ভূমিকা রাখবেন।
অন্যদিকে গন্ধব্যপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লবকে অভিনন্দন জানিয়েছেন গন্ধব্যপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলার ভিবিন্ন স্থরের লোকজন।
অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব আশা প্রকাশ করে বলেন তাঁর মেধা ও মননশীলতা কে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে কাজ করবেন।


0 Comments