Breaking News

header ads

ওবায়দুল কাদের ২য় বার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল।

গাংচিল অনলাইন.কমঃ আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার বেলা ৩টার দিকে ওবায়দুল কাদের বাংলাদেশ আওয়ামী লীগের পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার খবর নোয়াখালী পৌঁছলে জেলা সদরসহ সুবর্ণচর, বেগমগঞ্জ, চৌমুহনী, সোনাইমুড়ী, সেনবাগ, চাটখিল, জমিদারহাট, চন্দ্রগঞ্জ, হাতিয়ার ওছখালীতে আনন্দ মিছিল বের করা হয় এবং প্রতিটি এলাকায় সাধারণ মানুষদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ সদস্যরা একে-অপরকে জড়িয়ে উৎসব করতে দেখা যায়। নোয়াখালী জেলা শহরের মিষ্টি দোকানের মিষ্টি শেষ হওয়ার পর নেতাকর্মীরা বিজয় মেলা থেকে জিলাপি এনেও শ্রমজীবী মানুষের মধ্যে বিতরণ করেন। মাগরিবের নামাজের পর মসজিদে মসজিদে ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সন্ধ্যায় বসুরহাট বাজারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নগুলোতে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদেরের জন্ম। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

মিছিলে অংশ নেন লেখক ও কলামিস্ট রফিকুল ইসলাম চৌধুরী, বসুরহাট পৌরসভা যুবলীগ সাধারণ সম্পাদক সামছুদ্দিন নোমান, সাবেক ছাত্রনেতা নিজাম উদ্দিন বাদল, কাউন্সিলর বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছায়েদুল হক বাবুল প্রমুখ।

Post a Comment

0 Comments