লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরের কাজির দিঘীরপাড় বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট শাখা উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সকালে কাজির দিঘীরপাড় মাদরাসা ভবনের দ্বিতীয় তলায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রম'র শুভ উদ্বোধন করা হয়।
হামছাদী কাজির দিঘীরপাড় আলিম মাদ্রাসা ও সমাজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি-ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্ত্বাধিকারী রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক লিঃ এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ওমর ফারুক খান।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংক'র নোয়াখালী অঞ্চল'র প্রধান ইভিপি মাহমুদুর রহমান, ৭নং বামনী ইউপি চেয়ারম্যান তাফাজ্জল হোসেন, ৩নং চরমোহনা ইউপি চেয়ারম্যান শফিক পাঠান, ইসলামী ব্যাংক রায়পুর শাখা প্রধান মুজাহিদুল ইসলাম, রায়পুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্জ্ব ফজলুল করিম, কাজির দিঘীরপাড় আলিম মাদরাসা'র অধ্যক্ষ মাওঃ বালাগাত উল্যাহ, মাদরাসা প্রতিষ্ঠাতা সদস্য আবু তাহের, বাজার কমিটি'র সভাপতি আব্দুল মতিন প্রমূখ।


0 Comments