লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত দূর্নীতি, মাদক ও মজুদদারের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুর জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের উত্তর তেমুহনীর জেলা আ.লীগের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের বর্তমান সাংসদ বীরমুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।
জেলা কৃষকলীগের সভাপতি ওমর হোসাইন ভূলু’র সভাপতিত্বে ও সাধারণ সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সাবেক সভাপতি এম আলাউদ্দিন, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাবেক দপ্তর সম্পাদক নাজমুল হক সানু, সদর উপজেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির পাটওয়ারী, কৃষকলীগের কুমিল্লা দক্ষিনের সাধারণ সম্পাদক লুতফুর বারী চৌধুরী, পৌর কৃষকলীগের সভাপতি রাজু আহমেদ প্রমুখ। পরে শপথবাক্য পাঠ করান লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ননী গোপাল ঘোষ।

0 Comments