লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে শীতার্থ ও ভাসমান ২শতাধিক লোকজনকে কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান (পিপিএম-সেবা) লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী, দালাল বাজার, বাসটার্মিনাল ও ঝুমুর মোর এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রচন্ড হাঁড় কাপানো শীতে রাতে শীতবস্ত্র কম্বল পেয়ে বেজায় খুশি এ অঞ্চলের দুই শতাধিক সুবিধা বঞ্চিত লোকজন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মোক্তার হোসেন, সদর থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া’সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

0 Comments