লক্ষ্মীপুর প্রতিনিধি: রক্তদান ও দরিদ্র শিক্ষার্থীদের মানোন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানুষ মানুষের জন্য 'মামাজ'-এর লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে জেলা শহরের একটি পার্টি সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এ কমিটির মেয়াদ ২০২০ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অর্থাৎ আগামী এক বছরের জন্য নির্ধারণ করা হয়েছে। এতে সভাপতি পদে মেহেদী হাসান রাকিব এবং সাধারণ সম্পাদক পদে মাহমুদুল হাসান শাহাদাৎ-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কার্যকরী পরিষদের আরও ২৫টি পদে ২৫ জন স্বেচ্ছাসেবীকে দায়িত্ব দেওয়া হয়।
সংগঠনটির পাঁচজন পরিচালক হলেন- আবদুল বাতেন, মাহমুদুল হাসান সবুজ, রায়হান হোসাইন, মমিন উল্যা এবং আবুল হাসান সহেল।
শুক্রবার বিকালে নবগঠিত কমিটিকে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মামাজের প্রধান উপদেষ্টা রেজাউল ইসলাম খাঁন সুমন। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহির আহসান, সংগঠনটির উপদেষ্টা ফয়সাল সুমন মোল্লা, শরীফ উদ্দিন, জয়নাল আবেদীন ও মিজানুর রহমান। এছাড়াও সংগঠনটির জেলা কমিটির সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

0 Comments