Breaking News

header ads

লক্ষ্মীপুরে "রোকনপুর উচ্চ বিদ্যালয়ে" ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উদ্ যাপন।

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের সদর উপজেলা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদ্ যাপন করেছে রোকনপুর উচ্চ বিদ্যালয়। শনিবার ২৮ ডিসেম্বর সকালে রোকনপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন এবং পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রী পরিষদের সভাপতি তোফাজ্জল হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আবদুল হান্নান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী, অবঃ অতিরিক্ত সচিব মোঃ কায়কোবাদ, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা.চৌধুরী মোঃ লোকমান আজাদ, ওই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাহফুজুল হক, এম,আর,সি গ্রুপ এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আবুল কাশেম।

জাতীয় সংসদ সদস্য কাজী মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ভিত্তিক যুগে শিক্ষা ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি উদাহরণ সরূপ বলেন, প্রধানমন্ত্রী বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে মাল্টিমিডিয়া পাঠদান আরম্ভ করেছেন যাহা অতীতে ছিল কল্পনাহীন।

এসময় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও অভিভাবক ছাড়াও সহস্রাধিক শিক্ষার্থীদের পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে।

পরে আলোচনা সভা শেষে সংবর্ধনা ও স্মৃতিচারণ, সংগীতানুষ্ঠান ও আতশবাজীর মাধ্যমে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শেষ হয়।

Post a Comment

0 Comments