লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২৫তম রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া শোভাযাত্রা, মধ্যাহ্ন ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামাল এমপি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ লিটন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম আতাউর রহমান, উৎসব উদযাপন কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিচ্ছে সরকার। শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষা অবকাঠামো উন্নয়নে এগিয়ে যাচ্ছে শিক্ষা কার্যক্রম। এছাড়াও শহর থেকে গ্রাম সর্বত্র উন্নয়নের ফলে বৃদ্ধি পাচ্ছে জীবন যাত্রার মান।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ৫ জুলাই সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রামে জামিরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

0 Comments