Breaking News

header ads

'আপনার ওসি' সুধারামে নাগরিকের সমস্যার সমাধান করবে।

গাংচিল অনলাইন.কমঃ নোয়াখালীর সুধারামে 'আপনার ওসি' কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয়দের সমস্যা, অভিযোগ শুনে উত্তর ও সমাধান দিচ্ছেন সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন। 

বুধবার বিকালে জেলা সদরের ভাটিরটেক চৌমুহনী বাজারে এ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন থানা এলাকার বিভিন্ন স্থানে উন্মুক্ত পরিবেশে ‘আপনার ওসি’ কার্যক্রম চলবে। প্রতিটি অভিযোগ অতি গুরুত্ব সহকারে নিয়ে সমাধানের জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

'আপনার ওসি'র কার্যক্রমে বক্তব্য রাখেন, ধর্মপুর ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান সাবু, ভাটিরটেক চৌমুহনী বাজার পরিচালনা কমিটির সভাপতি নজির আহম্মদ, ধর্মপুর ইউপি আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের নেতা মানজুরুল হাসান মঞ্জু, মো.জামাল উদ্দিন, মোস্তফা মিয়া, মো. মিরাজ উদ্দিন, স্থানীয় ইউপির সদস্য হাফেজ মহি উদ্দিন প্রমুখ।

চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে ‘হ্যালো ওসি’ কার্যক্রমের মাধ্যমে যেকোনো নাগরিকের কথা শোনা হচ্ছে। যথা সম্ভব সমাধান বা যথাযথ পদক্ষেপ নিতে সহায়তা করা হচ্ছে। সেবার মাধ্যমে পুলিশ ও জনগণের দূরত্ব কমিয়ে আনা এ কার্যক্রমের মূল লক্ষ্য। এতে অপরাধীদের বিষয়ে আরো বেশি তথ্য পাবে পুলিশ। ফলে অপরাধ নিয়ন্ত্রণে জোরালো ও কার্যকরি ভূমিকা রাখবে।

Post a Comment

0 Comments