গাংচিল অনলাইন.কম: এবছর দ্বিতীয় বারের মতো “আমরা নোয়াখাইল্লা পরিবার”-এর উদ্যোগে সোনাইমুড়ী উপজেলার বড়গাঁও ইসলামিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিজয়ের মাসে অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের সাথে বিজয়ের অনন্দের ভাগিদার হতে “আমরা নোয়াখাইল্লা পরিবার” -এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি -২০১৯ এর প্রথম পর্ব শেষ হয় ১৬ ডিসেম্বর শহীদদের স্বরনে ৬০ জন এতিম শিক্ষার্থী ও ৮ জন এলাকাবাসীর মাঝে বিতরণ কাজ সম্পন্ন করা হয়।
দ্বিতীয় বারের মতো গতকাল ২৮ ডিসেম্বর আবারো শীতবস্ত্র বিতরণ করা হয় বড়গাঁও ইসলামিয়া মাদ্রাসায় ৪২ জন শিক্ষার্থীর মাঝে।
এছাড়া আশপাশের এলাকার অসহায় ছিন্নমূল ৩৫ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতে উপস্থিত ছিলেন “আমরা নোয়াখাইল্লা পরিবার” এর এডমিন - সবুজ আলম, মডারেটর - রাকিব আল হাসান, উপদেষ্টা - তানভীর তমাল, শাহরিয়ার আরমান সজীব, লাইট মেম্বার - সাইফুল ইসলাম সাইফ, ফাইয়াজ আহমেদ ইমন, শাহরিয়ার শাকিল সহ আরো অনেকেই।
অনুষ্ঠানে “আমরা নোয়াখাইল্লা পরিবার”-এর পরিচালক সবুজ বলেন, বিজয়ের মাসে দেশের প্রতি শহীদের আত্মত্যাগের মহিমায় উৎসাহিত হয়ে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর তাই আমরা গতবারের ন্যায় এবারো আমাদের সংগঠনের তরফ থেকে শীতার্তদের মাঝে এই শীতেও শীতবস্ত্র বিতরণ করেছি।
তিনি আরো বলেন এ পর্যন্ত আমরা এই মাসে মোট ১৪৫ জন শিক্ষার্থী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি, আমরা যদি আরো কিছু অন্তরিক মুখ পাই যাদের অনুদানে আমরা আরো বেশি অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারবো। তাই আসুন সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় হতদরিদ্রের অলি গলিতে প্রবেশ করি।
শিক্ষার জন্য মানবিকতা, মানবিকতায় সহযোগিতা এই আদর্শকে সামনে রেখে ২০১৮ সালে প্রতিষ্ঠিত হয় “আমরা নোয়াখাইল্লা পরিবার” সংগঠন। সংগঠনটি আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রিক প্রদান, মানবিক সহায়তাসহ শিক্ষা ও সমাজের উন্নয়নমূলক কাজ, রক্তদাতা কর্মসূচি, সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন, ইফতার বিতরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় সহ ইত্যাদি কাজ পরিচালনা করে আসছে।
![]() |
“আমরা নোয়াখাইল্লা পরিবার”-এর উদ্যোগে এতিম ও অসহায়দের দেরমাঝে শীতবস্ত্র বিতরণের খন্ড চিত্র। |










0 Comments