Breaking News

header ads

লক্ষ্মীপুরে সুপারি পাড়তে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু।

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সুপারি গাছ থেকে পড়ে মো. শাহিন (১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২০) নভেম্বর দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মো. শাহিন উপজেলার কুতুবপুর গ্রামের কৃষক সুলতান আহমদের ছেলে। সে ধর্মপুর শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।  
নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবারও স্কুলে যায় শাহিন। কিন্তু স্কুল থেকে পাশ্ববর্তী বাড়ির উম্মেশ দাস ডেকে নিয়ে যায় তাকে। পরে উম্মেশের গাছের সুপারি পাড়তে বাধ্য করে শাহিনকে। এক পর্যায়ে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। পরে উম্মেশ ওই স্কুল ছাত্রকে সদর হাসপাতালে রেখে ফালিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার শাহিনকে মৃত ঘোষনা করেন। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান বলেন, সুপারি পাড়তে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়া হবে বলে জানান তিনি। 

Post a Comment

0 Comments