Breaking News

header ads

নোয়াখালীতে পুনরায় আওয়ামীলীগের নেতৃত্ব দিবেন সেলিম ও একরাম।

ইউনুছ শিকদার: পুনরায় নোয়াখালী আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একরামুল করিম চৌধুরী।

আজ (২০ নভেম্বর) বুধবার দুপুরে শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অবশিষ্ট কমিটির নাম আগামী ৪ডিসেম্বর আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষাণা করা হবে বলে মন্ত্রী জানান।

অন্যান্যদের মধ্যে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

এদিকে, সম্মেলনকে কেন্দ্র করে সকাল ৮টায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে সম্মেলনের বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

Post a Comment

0 Comments